হত্যা মামলায় ২০ বছর কারাভোগ করার পর নির্দোষ প্রমাণিত হয় শতবর্ষী এক নারী - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 15, 2020

হত্যা মামলায় ২০ বছর কারাভোগ করার পর নির্দোষ প্রমাণিত হয় শতবর্ষী এক নারী

আদালতে নির্দোষ প্রমাণিত হয় শতবর্ষী এক নারী -অহিদুন্নেসা।
তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছাড়া পেয়েছেন কাশিমপুর জেল থেকে।
কারা কর্তৃপক্ষ বলছে,
ছাড়া পাওয়ার সময় যারা তার মুক্তির জন্য ভূমিকা রেখেছেন,অহিদুন্নেসা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কারাগারের ভেতরেই মারা যেতে হয় কিনা এরকম একটা বিষয় তার মাথায় সবসময় কাজ করতো।
যেহেতু তার অনেক বয়স হয়েছিলো, তার চলাফেরায় অসুবিধা হতো,
কিন্তু মুক্তি পাওয়ার আগেই দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছেন অহিদুন্নেসা।
জেলে থাকা অবস্থাতেই স্বামী ও এক সন্তানকে হারিয়েছেন। তবে মৃত্যুর আগে অন্তত মুক্তির স্বাদ পেলেন।
সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নিরীহ মানুষ কে, মিথ্যে মামলা দিয়ে প্রতিদিনেই ফাঁসানো হয়,গণমাধ্যমে নিউজ আসে কয়জনের।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages