উচ্চতা নয় দাম্পত্যের সীমাবদ্ধতা: ছয় ফুট কনের দুই ফুট বর! - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 28, 2019

উচ্চতা নয় দাম্পত্যের সীমাবদ্ধতা: ছয় ফুট কনের দুই ফুট বর!

উচ্চতা নয় দাম্পত্যের সীমাবদ্ধতা: ছয় ফুট কনের দুই ফুট বর!



বিশ্বের ১৩ দেশের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদেশে বিশাল আয়োজনে বিয়ের ‘রিসেপশন’ হয়েছে তাদের। বলিউড তারকা থকে শুরু করে ক্রিকেট তারকা, সবার উপস্থিতিতে বিয়ের আসর ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু বর-কনের ছবি দেখে খানিকটা চমকে যাবেন অনেকেই। কেননা সবার আগে চোখে পড়বে তাদের উচ্চতা।

তবে যে বরকে নিয়ে কথা হচ্ছে তিনি বলিউড, হলিউড কিংবা ক্রিকেটের তারকা নন। কখনো তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায় নি। তবে আক্ষরিক অর্থে বলতে গেলে তিনি জনপ্রিয় মুখ। তার নাম বুরহান ক্রিস্টি। বাড়ি পাকিস্তান। ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে হাঁটাচলার ক্ষমতা হারান। সেই থেকে হুইলচেয়ারই তার ভরসা। মাত্র দুই ফুট লম্বা বুরহান ক্রিস্টি অবশ্য তার আপনজন আর বন্ধু-বান্ধবদের কাছে বোবো নামেই পরিচিত। তার সার্বক্ষণিক সঙ্গী বিদ্যুৎচালিত একটি হুইলচেয়ার। সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে ব্যাপক ধুমধামের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমিকা ফৌজিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
কনে ফৌজিয়া ছয় ফুট লম্বা। তবে সব রীতি-নিয়ম আর সীমাবদ্ধতা অতিক্রম করে তারা এখন একে অপরের দাম্পত্য সঙ্গী। ফৌজিয়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোকে কতটা ভালবাসেন তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন ফৌজিয়া। নিজের হাতে বোবোর নামের ট্যাটু করেছেন তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে ফৌজিয়া এসব কথা বলেন। এছাড়া আরো একটি চমকপ্রদ বিষয় হলো বুরহান-ফৌজিয়ার বিয়েতে ১৩ দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পাঞ্জাবি গানে ‘নেচে’ আসর মাতিয়েছেন বর-কনে। হুইলচেয়ারে বসে ফৌজিয়ার হাত ধরেই বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন বোবো। অতিথিরা সবাই হাততালি দিয়ে তাদের স্বাগত জানান। তখন বোবোর পরনে ছিল ফরমাল শার্ট আর ব্লেজার। কনে ফৌজিয়া হালকা রঙের লেহেঙ্গা পরে বিয়ের আসরে প্রবেশ করেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বোবোর কিস্টি জনপ্রিয়তা তুমুল। তার বিয়ের ভিডিও প্রকাশিত হতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে। ভিডিওতে বোবোকে হিন্দি সিনেমার সংলাপ বলতেও শোনা গেছে। এছাড়া তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে বলিউড আর ক্রিকেট পাড়াতেও। পোলিও আক্রান্ত বোবো কিন্তু রাজসিক জীবনযাপন করেন। তিনি একাই অনেক ব্যবসা দেখাশোনা করে। এর মধ্যে বোবো লাইফস্টাইল, শুটস্ এন্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেকের সঙ্গে রয়েছে তার বন্ধুত্ব। নরওয়েতে সালমান খানের ‘বিং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকাও পালন করেছেন।

২০১৭ সালে বিশ্বের ‘বেস্ট ইনস্পিরেশনাল পারসন এওয়ার্ড’ পান তিনি। বলিউড থেকে ক্রিকেট তারকা সবার সঙ্গে তার সখ্যতার কথা সবাই জানে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে ঢুকলেই এর প্রমাণ পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠান শেষে ফৌজিয়ার হাত ধরে বোবো বলেন, ‘আমরা লাভ ম্যারেজ করেছি। সুখী দম্পতি হওয়ার চেষ্টা করবো আমরা।’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages