নগরীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৪৪ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 6, 2019

নগরীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৪৪

নগরীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৪৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় (০৫/১১/২০১৯ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৭ জন, কর্ণহার থানা-০২ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ ০১ জনক আটক করে।





যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ শাহাদাৎ হোসেন @ কাঁচু (৪৮)কে ১১৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২.৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোসাঃ পলি (৪০) কে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ ফরিদ হোসেন @ ডালিম (২৭) কে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ আসতুল্লা @ আসাদুল (৩৫) কে ৬.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোছাঃ লিপি বেগম (৩৮) কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।

বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আকসেদ(৪২) কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ বাবলু(৪০) কে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) রাজিব শেখ(২৪) কে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ নাজমুল হক (৩৫) কে ২.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে।







কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ আসাদুজ্জামান শাওন (২৮) কে ২০ গ্রাম হেরোইন ও ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ মোজাম্মেল হক (৪২), (৩) মোসাঃ আংগুরা বেগম @ লাইজু (৪৫) ও (৪) মোঃ আলমগীর হোসেন জুয়েল (৩০)দেরকে ১০০ গ্রাম গাঁজা, ২৯ গ্রাম হেরোইন ও ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ নুরুল ইসলাম (৩০) কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এ তথ্য এক ক্ষুদে বার্তায় মোঃ গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages