বালিশকাণ্ডে ৭ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 6, 2019

বালিশকাণ্ডে ৭ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

বালিশকাণ্ডে ৭ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ


নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ডসহ অন্যান্য দুর্নীতির অনুসন্ধানে সাত জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ  করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন।
প্রথম পর্যায়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে জিজ্ঞাসাবাদ করছে টিম।

পর্যায়ক্রমে বুধবার যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন, পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তারেক, তাহাজ্জুদ হোসেন, মো. মোস্তফা কামাল, উপ-সহকারী প্রকৌশলী মো. কামারুজ্জামান, মো. আবু সাঈদ ও মো. ফজলে হক।

জানা গেছে, মূলত প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুদক।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এসব অনিয়ম ও দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৩৪ জন প্রকৌশলীকে দুদকে তলব করা হয়েছে। আজ থেকে আগামী ১৩ তারিখ পর্যন্ত আলাদা আলাদা দিনে এই প্রকৌশলীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে দুদকে।

রবিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর ও উপ-প্রকল্প পরিচালক মো. হাসিনুর রহমানসহ মোট ৩৩ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পূর্বকোণ/পিআর

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages