অযোধ্যা: ৫০০ বছরের টানাপড়েন, ১৩৪ বছরের আইনি লড়াই, দেখে নিন এক ঝলকে - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 17, 2019

অযোধ্যা: ৫০০ বছরের টানাপড়েন, ১৩৪ বছরের আইনি লড়াই, দেখে নিন এক ঝলকে

—ফাইল চিত্র

প্রায় পাঁচশো বছর ধরে চলতে থাকা বিতর্ক। মহাকাব্যে বর্ণিত রামজন্মভূমিতে মসজিদ তৈরি হওয়ার পরে প্রায় সাড়ে ৩০০ বছর টানাপড়েন স্তিমিতই ছিল। কারণ সে ছিল মুঘল যুগ। কিন্তু সে যুগ শেষ হয়ে ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠা পেতেই আইনি লড়াই শুরু হয়ে যায় ফৈজাবাদের আদালতে।



আর তার প্রায় ১৩৪ বছর পরে ভারতের প্রধান বিচারপতিবললেন— অনেক হয়েছে, আর নয়, আজই শেষ করতে হবে অযোধ্যা মামলার সওয়াল-জবাব।
অযোধ্যার বিতর্কিত জমি কার হাতে যাবে? এই প্রশ্নকে আর ঝুলিয়ে রাখতে রাজি নয় দেশের সর্বোচ্চ আদালত। আজ শুনানিতে ইতি পড়ে গেলে রায় ঘোষণায় আর খুব বেশি দেরি হবে না বলেই মনে করছেন আইনজ্ঞরা। কিন্তু তার আগে এক ঝলকে দেখে নিন ৫০০ বছরের টানাপড়েনটা:




৫০০ বছরের টানাপড়েন, ১৩৪ বছরের আইনি লড়াই, দেখে নিন এক ঝলকে

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages