আবেদনের আগে ইউনূসকে দিতে হবে ৫০ কোটি টাকা: হাইকোর্ট - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 12, 2024

আবেদনের আগে ইউনূসকে দিতে হবে ৫০ কোটি টাকা: হাইকোর্ট

 নিজস্ব প্রতিনিধি, একাত্তর

ফাইল ইমেজ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা আয়করের বিরুদ্ধে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদন করতে হলে আগে দুই অর্থবছরের আয়করের এক চতুর্থাংশ অর্থাৎ ৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে হাইকোর্টের আদেশে উল্লেখ করা হয়েছে।


সোমবার বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ এ আদেশ দেন।


এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা আক্তার বলেন, ২০২০ সালের নভেম্বরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর।


২০১১ থেকে ২০১৩ পর্যন্ত দুই অর্থবছরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তাদের এই পাওনা বলে দাবি করে রাজস্ব বোর্ড।


কিন্তু নোটিশ পাঠানোর পরই তা চ্যালেঞ্জ করে বসে গ্রামীণ টেলিকম। এনবিআরের নোটিশ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই নোটিশ কেন বেআইনি বলা হবে না এ নিয়ে রুলও জারি করে আদালত।


এরপর গত তিন বছরে বিভিন্ন আদালত ঘুরে মামলাটি আসে বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে। এরপর শুনানি করে গ্রামীণ টেলিকমের রিট খারিজ করে দেয়া হয়।


একইসঙ্গে নিয়ম অনুযায়ী এনবিআরের দাবি করা আয়করের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ কোটি টাকা আগে জমা দিয়ে তারপর আপিল দায়ের করতে গ্রামীণ টেলিকমকে বলা হয়। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages