কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম
গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সাড়ে চার হাজারের বেশি সেনা আহত হয়েছে। এছাড়া প্রতিদিনই গড়ে ৬০ জন ইসরাইলি সেনা আহত হচ্ছে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের নানা পরিসংখ্যান ও ইসরায়েলি গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।
এর আগে হিব্রু নিউজ সাইট ‘ওয়াল্লা’ জানিয়েছে, ইসরায়েল নানা ভাবে এ পর্যন্ত প্রায় চার হাজার সেনা সদস্য পঙ্গু হওয়ার কথা স্বীকার করেছে।
ওয়াল্লার প্রতিবেদনে আরো বলা হয়েছে, মনোবল হ্রাস হওয়ার ভয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জনসাধারণের কাছে আহতদের সম্পর্কে সব তথ্য সরবরাহ করে না। তবে পঙ্গু সেনাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অর্গানাইজেশনের চেয়ারম্যান ইদান কালিমান ওয়াল্লাকে বলেন, আমি ৩০ বছর ধরে সংস্থায় রয়েছি এবং এত বিপুল সংখ্যক গুরুতর আহত সেনা সদস্য দেখিনি। এদের মধ্যে বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, অন্ধত্ব বা পক্ষাঘাতে আহত হয়েছেন অনেকেই।


No comments:
Post a Comment