ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ‘নিখোঁজ’ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 30, 2024

ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ‘নিখোঁজ’

 ইনডিপেনডেন্ট ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম

ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। ছবি: এক্স থেকে নেওয়া


ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার রাতে চার্টার্ড বিমানে করে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির সরকারি বাসভবন থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন হেমন্ত। এরপর থেকে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। এদিকে আর্থিক তছরুপ মামলায় হেমন্তকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আগামীকাল বুধবার দুপুর ১টায় ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা তাঁর।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে হেমন্ত সরেনের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল থেকেই হেমন্তর দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ইডির কর্মকর্তারা। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি, নগদ ৩৬ লাখ রুপি ও বিএমডাব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। 


আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে। প্রতিবারই তিনি এড়িয়ে গেছেন। শনিবার তাঁকে নতুন করে তলব করে ইডি। ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হেমন্তকে দিল্লির ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কোনো সাড়া না পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।

কিন্তু এখন পর্যন্ত হেমন্তের কোনো খোঁজ নেই। তিনি কোথায় থাকতে পারেন, সেই সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। সবশেষ তথ্য অনুযায়ী, চার্টার্ড বিমানে চেপে রাঁচি থেকে দিল্লি এসেছিলেন হেমন্ত। দিল্লি বিমানবন্দরেই রয়েছে সেই চার্টার্ড বিমান। হেমন্তকে ফোনে পাওয়া যাচ্ছে না। তাঁর সহযোগীদের সকলের ফোন বন্ধ রয়েছে। 


এদিকে হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা-বিধায়কদের রাঁচি ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে। হেমন্তকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এমন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে ঝাড়খণ্ডে। আপাতত সেখানে হেমন্তের সরকারি বাসভবন, কার্যালয় এবং রাঁচিতে ইডির দপ্তরের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন হেমন্তের দলের বিধায়করা। লোকসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে হেমন্তকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে দাবি তাঁর দল এবং সমর্থকদের। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages