‘মাসে ৭৫ হাজার কোটি টাকার ম’দ, তারপরও বলে আমার দেশ গরিব’ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 29, 2024

‘মাসে ৭৫ হাজার কোটি টাকার ম’দ, তারপরও বলে আমার দেশ গরিব’

 Newsdesk

January 29, 2024

সংগৃহীত ছবি

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফুর রহমান আগুন। এবংকি ইন্টারনেটের ব্যবহার সবার জন্য উন্মুক্ত থাকাটা শঙ্কাজনক জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। বর্তমান বিনোদন অঙ্গন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।


কিছু মানুষের সমালোচনা করে আগুন বলেন, ‘মাসে ৭৫ হাজার কোটি টাকার ম’দ, দেড় হাজার কোটি টাকার সিগারেটে ব্যয় করে এ দেশের মানুষ। এরপরও অনেকে বড় মুখ করে বলেন, আমার দেশ গরিব। এ দেশে এমন লোকও আছে যারা ব্র্যান্ড ছাড়া পোশাক কিনেন না। ব্র্যান্ডের পোশাক কেনার পর আবার ঢাকঢোল পিটিয়ে সে কথা জানান সবাইকে। আমার এসব আচরণ একদমই অপছন্দ। আমি মনে করি, প্রয়োজনের অতিরিক্ত কোনকিছুই ভালো না।’


প্রায় সকল শ্রেণির মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন। ভালো খারাপ দুই দিকেই কাজে লাগায় অনেকে। এসব প্রসঙ্গ তুলে আগুন বলেন, ‌‘কিছু মানুষের জন্য সমাজে আরও অনেক অসঙ্গতি দেখা যায়। এক স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের সবকিছু আজ হাতের মুঠোয়। এটা ভালো দিক। কিন্তু একজন রুচিশীল, শিক্ষিত ওই স্মার্টফোন দিয়ে যা দেখতে বা জানতে চাইবে একজন রুচিহীন বা অশিক্ষিত কেউ কিন্তু তা দেখতে বা জানতে চাইবে না। তারা অশৈল্পিক জিনিসের প্রতিই বেশি ঝুঁকবে। তাই সবার কাছে সব টেকনোলজি খুলে রাখা উচিত নয় বলে আমি মনে করি।’

ইন্টারনেটের ব্যবহার সবার জন্য উন্মুক্ত থাকাটা শঙ্কাজনক জানিয়ে এই গায়ক বলেন, ‘নেটদুনিয়ায় সবার জন্য সব কিছু খোলা থাকায় দেশে ভয়ংকর পরিস্থিতি নেমে এসেছে। নীল ছবি বেশি দেখার তালিকায় পৃথিবীর ২০৬টি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আমার দেশ। চলচ্চিত্রে এখন ১৮ প্লাস ক্যাটাগরির সিনেমা মানেও অসঙ্গতি। দেশে শিশুদের ‘আদর্শ লিপি’ বই আর পড়ার চল নেই। তাহলে আদর্শ মানুষ কীভাবে তৈরি হবে?’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages