বিয়ের আগেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী! - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 28, 2024

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

 কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম

অভিনেত্রী তিয়াসা রায়ের


সম্প্রতি সিরিয়াল শেষ হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়ের। এই মুহূর্তে খানিক ব্রেক নিচ্ছেন তিনি। এরই মধ্যে তাকে নিয়ে রটেছে এক গুঞ্জন। তিনি নাকি মা হতে চলেছেন। নেটিজেনদের প্রশ্ন, বাবা কে?


অভিনেত্রীর দু’টি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তিয়াসা। পরেছিলেন সাদা রঙের পোশাক। নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য। ‌ওই পোশাক থেকেই নাকি ফুটে উঠছে বেবিবাম্প!


কিছু দিন আগে এক রিয়ালিটি শো’য়ে এসে তিয়াসা নিজেই জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তিনি। প্রথমবার বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার শুরু করবেন নতুন জীবন। তবে নেটিজেনদের কটাক্ষ, ‘বিয়ের আগেই প্রেগন্যান্ট’? অভিনেত্রীকে নিয়ে এসেছে একগুচ্ছ কটু মন্তব্য। না, মোটেও অন্তঃসত্ত্বা হননি তিয়াসা। পোশাকের কারণে শরীরের মেদকেই ‘বেবিবাম্প’ হিসেবে ‘ভুল’ করেছেন অনেকেই।


কিছু দিন আগেই বিচ্ছেদ হয়েছে তিয়াসার। নায়ক-প্রযোজক সোহেলের সঙ্গে কিছু সময়ের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও সেই সব এখন অতীত। অভিনেত্রী এখন কাজেই ফোকাস করতে চান। আর ২০২৫-এর বিয়ে?


অভিনেত্রী বলেন, আমি এমনিই বলেছিলাম ২০২৫ সালে বিয়ে করে নেব। অক্টোবর বলেছিলাম কারণ, ওই সময় আবহাওয়াটা বেশ ভালো থাকে। খুব একটা গরমও নয়, আবার খুব বেশি ঠাণ্ডাও পড়ে না। সেটা নিয়ে যে আলোচনা হবে বুঝতে পারিনি।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages