ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 29, 2024

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণের এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে

আজ সোমবার বিকেলে ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।


ডিএমপি জানিয়েছে, বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমন্ত্রণের এ চিঠি গ্রহণ করেছেন।


বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এনটিভি অনলাইনকে বলেন, ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বেলা ১১টার দিকে আমন্ত্রণপত্র আমি গ্রহণ করেছি।


আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে।


এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আমন্ত্রণ জানিয়েছে ডিএমপি।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages