ফোনে বিরক্তিকর কল ব্লক করবেন যেভাবে - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 21, 2024

ফোনে বিরক্তিকর কল ব্লক করবেন যেভাবে

 


অচেনা নম্বর থেকে হুটহাট কলের জন্য অনেকেই বিড়ম্বনায় পড়েন। আবার এসব কলে প্রতারণার শিকার হন হরহামেশাই। সবারই কমবেশি এই অভিজ্ঞতা আছে। মূলত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিরক্তিকর এই ফোন কলের মুখোমুখি হয়।

কয়েকটি উপায় রয়েছে যার সাহায্যে স্প্যাম কল ব্লক করতে পারেন। তার জন্য ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিতে হবে। তাহলেই ফোনে আর কোনও ধরনের স্প্যাম কল ঢুকবে না।


অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে স্প্যাম কল ব্লক করা যেতে পারে


অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে গুগল ডায়ালারে প্রবেশ করে এখান থেকে অ্যাপ চালু করুন। এর পরে উপরের ডান দিকে তিনটি বিন্দু দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।


এবার সেটিংসের অপশন দেখানো হবে, সেখানে যেতে হবে। এরপর সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেখান থেকে সেটিংস সিলেক্ট করুন।


এর পরে আপনি কলার আইডি এবং স্প্যাম অপশনটি দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। এতে ক্লিক করার পর সামনে দুটি অপশন আসবে।


এখানে কলার এবং স্প্যাম আইডি এবং ফিলটার স্প্যাম কলগুলোর অপশন পাবেন। এখান থেকে উভয় অপশনই অন করতে হবে।


কিছু ফোনে, ফিলটার কলের অপশন থাকে। যদি ফোনে এমন কোরো অপশন দেখতে পান, তাহলে সেখান থেকেও স্প্যাম কল ব্লক করে দিতে পারেন।


এবার কোনো কোনো ফোনের সেটিংস সেই অনুযায়ী আলাদা আলাদা হয়। ফলে আপনাকে সেই ভাবে স্প্যাম কল ব্লক করতে হবে।



আরও পড়ুন:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages