'রাখাইনে রক্তক্ষয়ী লড়াই, রোহিঙ্গা ঠেকাতে সতর্কতা' - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 27, 2024

'রাখাইনে রক্তক্ষয়ী লড়াই, রোহিঙ্গা ঠেকাতে সতর্কতা'

 

BBC BANGLA


রাখাইনে রক্তক্ষয়ী লড়াই, রোহিঙ্গা ঠেকাতে সতর্কতা – দৈনিক সমকালের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয় মিয়ানমারের সংঘাতময় রাখাইন রাজ্যে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে আবারও ভয়াবহ লড়াই শুরু হয়েছে।


জান্তার সেনারা বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সংঘর্ষে নিপীড়িত এ জনগোষ্ঠীর বহু সদস্য হতাহত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে।


সীমান্তের অদূরে হামলার ঘটনায় এ পাশের বাংলাদেশি নাগরিকদের মধ্যও আতঙ্ক বিরাজ করছে। উদ্ভূত পরস্থিতিতে রোহিঙ্গাদের আগমন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


স্থানীয় সূত্র জানায়, বুচিডংয়ে ফুমালি নামে একটি রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা সরকারের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বহু রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। অনেক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটছে।

এ নিয়ে কালের কন্ঠের শিরোনাম - রাখাইনের বুডিচংয়ে ব্যাপক সংঘর্ষ। পত্রিকাটি লিখেছে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডংয়ে জান্তা অনুগত সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে গতকাল শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে।


মিয়ানমার থেকে পাওয়া খবরে জানা গেছে, গতকাল ভোর থেকে রাখাইনের (আরাকান) বুচিডংয়ের ফুমালি গ্রামে ওই সংঘর্ষ বাধে। রাখাইনের কয়েকটি সূত্র বলছে, রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে।


অনেকে বাংলাদেশে আসার চেষ্টা করছে, ২০১৭ সালে নিপীড়নের সময় রাখাইনের বুথিডং থেকে অনেক রোহিঙ্গা আশ্রয়ের খোঁজে বাংলাদেশে এসেছিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages