বাংলাদেশে প্রতি ৪ জনে ১ জন দারিদ্রসীমার নিচে বাস করছে, বিশ্ব ব্যাংকের তথ্য - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 7, 2019

বাংলাদেশে প্রতি ৪ জনে ১ জন দারিদ্রসীমার নিচে বাস করছে, বিশ্ব ব্যাংকের তথ্য

বাংলাদেশে প্রতি ৪ জনে ১ জন দারিদ্রসীমার নিচে বাস করছে, বিশ্ব ব্যাংকের তথ্য

আবুল বাশার নূরু : ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে ৮০ লাখ মানুষ দরিদ্র থেকে বেরিয়ে এসেছে। তবে এখনও প্রতি চারজনে ১ জন মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। বার্তা২৪

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ নামে বিশ্ব ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের দরিদ্র কমাচ্ছে। তবে প্রবৃদ্ধি বাড়লেও দরিদ্র কমছে তুলনামূলক কম গতিতে।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) মার্সি টেম্বন বলেন, ‘বিগত দশকে দারিদ্র বিমোচনে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এখনও প্রতি ৪ জনের একজন দারিদ্র্যের মধ্যে বাস করছে। বাংলাদেশকে আরো কিছু কাজ করতে হবে বিশেষত দারিদ্র্যের নতুন ক্ষেত্রগুলোর দিকে দৃষ্টি দিতে হবে।



প্রতিবেদনে আরও বলা হয়, দারিদ্র বিমোচনের ৯০ শতাংশই গ্রামে হয়েছে। শহরে দারিদ্র্য কমেছে সীমিত হারে এবং অতিদারিদ্র্য জনগোষ্ঠীর মধ্যে শহরের লোকের সংখ্যা একই রয়েছে গেছে। ফলে জাতীয় দরিদ্র বিমোচনের গতি ধীর হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সঠিক পথে আছি। ২০৩০ সাল নাগাদ উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। সম্পাদনা : মুসবা

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages